তিনবিঘা করিডোর। কে না শুনেছে এই করিডোরের নাম। লালমনিরহাট সীমান্তে আঙ্গরপোতা-দহগ্রাম ছিটমহল থেকে বাংলাদেশে মূল ভূখণ্ডে আসার একমাত্র পথ ভারতের এই তিনবিঘা জমি। কখনো ৩ ঘণ্টা, কখনো ৬ ঘণ্টা আবার কখনো ১২ঘণ্টা খোলা থাকতো এই করিডোর। এতে মানবতেতর জীবন-যাপন করতে হতো ছিটমহলের মানুষদের। দীর্ঘ আলোচনা ও চুক্তির পর এখন করিডোরটি ২৪ঘণ্টাই খোলা রাখা হয়। এতে অবরুদ্ধ জীবন থেকে মুক্তির স্বাদ পেয়েছে ছিটমহলবাসী। মুক্ত জীবনে কেমন আছেন সেইসব মানুষেরা, সেই চিত্রই তুলে ধরেছি এই ভিডিওতে।
Contact :
[email protected]
#tin_bigha_coridor #patgram