ব্লক এবং ইটের গাঁথুনির মধ্যে সুবিধা ও অসুবিধা গুলো কি Which is Better for House wall Brick or Block
বাড়ি নির্মাণে গাথুনির কাজে ব্লক না লাল ইট ব্যবহার করব,ইটের বিকল্প ব্লক,ইটের বিকল্প হিসেবে ব্লকের সুবিধা,গাথুনির কাজে ব্লকে ইটে খরচ কম হয়,ব্লকের বর্তমান বাজার দর,গাঁথুনির কাজে ব্লকের সুবিধা ও অসুবিধা,বাড়ি তৈরিতে টেকসই কোনটি ব্লক না ইট,ইট নাকি হল ব্লক ব্যবহার করব,গাঁথুনির কাজে কোনটি ভালো ইট নাকি হল ব্লক,ইট নাকি ব্লক,Brick or cement hollow block,Block or Brick Advantage and deadvantage,Block construction work,Facility for block,Engineer Mostafa,Block use
ইঞ্জিনিয়ার মোঃ মোস্তফা কামাল মিয়াজী ,পরিচিত সবাই মিয়াজী নামে চিনে, ইঞ্জিনিয়ার পেশা নিয়ে সধারন মানুষের নানা প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা, স্থাপত্য নিয়ে ভুল ধারনা ভেঙ্গে সঠিক পথ দেখানো, এছাড়া নানা স্থাপত্য বিষয়ক টিপস ও ট্রিক্স অথবা কাজের ফাকে ঘুরেবেড়ানো বা জীবন মুখি জিনিস নিয়ে ভিডিও পাবেন এই চ্যানেলে।
আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত ভিডিও নিয়মিত আপলোড করে থাকি। সিভিল ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে আপনাদের সামনে কিছুটা সহজ ভাবে তুলে ধরার সামান্য চেষ্টা মাত্র। আমাদের আপলোড করা ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
আমার ভিডিও নির্মাণ সম্পূর্ণ শখের বশে অবসরের কাজ। ভিডিও গুলা ধারন ও নিজ হাতেই করি। তাই ভিডিও ধারনের ক্ষেত্রে আমি আমার স্মার্ট ফোন মাঝে মাঝে গিম্বেল ক্যামেরা ব্যাবহার করি।ছবির চাইতে কন্টেন এর বিষয় গত মান আমার কাছে বেশি মূল্যবান । আমার আসল উদ্দেশ আপনাদের সাথে বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করা। ভিডিও গুলা আপনাদের কাজ আর আমার বিনোদনের উদ্দেশেই তৈরি করা । আমার শখের এই কাজ আপনাদের উপকার বা আনন্দ দিলে এইটা আমার একটা অতিরিক্ত পাওয়া। কোন প্রশ্ন থাকলে আমাকে ই-মেইল করতে পারেন ।
Contact for Building Design
Engr.Md. Mostafa kamal miajee
Structural Design Engineer(Building)
B.Sc in Civil
Mob: 01717887686 / 01842887686
Email: egmostafa5@gmail.com
-------------------------------------------
এই ভিডিওটির মধ্যে রয়েছে আপনি যখন বাড়ি তৈরি করবেন সে ক্ষেত্রে এমন ভুল রয়েছে যা আপনি চাইলে পরবর্তীতে তার সমাধান করতে হলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সে ক্ষেত্রে বাড়ি তৈরি করার পূর্বে আপনাকে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল ।
আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে বাড়ি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হোন। কেননা একটি বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার অনেক বেশি ইনভেস্টমেন্ট রয়েছে। ছোট ছোট ভুলের কারণে আপনার স্বপ্নের বাড়িটি এক সময় আপনার জন্য গলার কাঁটা হলে দাঁড়াতে পারে। তাই আমি অনুরোধ করব বাড়ি তৈরি করার ক্ষেত্রে বাড়ি তৈরি করার অবশ্যই একজন অভিজ্ঞ এবং দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শের মাধ্যমে বাড়ি তৈরি করুন।
যেমনিভাবে আপনি যদি অসুস্থ হয়ে যান সে ক্ষেত্রে ভালো এবং বড় ডাক্তারের খোঁজ করেন তেমনি ভাবে আপনি যে বাড়িটিতে থাকবেন সে বাড়িটি তৈরি করার ক্ষেত্রে একজন ভালো ইঞ্জিনিয়ার কে খুঁজে সিলেকশন করুন। মনে রাখবেন লাখ টাকার বাড়ি হয়তোবা হাজার টাকার জন্য নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি বলব আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন সে ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করুন।