আসসালামু আলাইকুম
সম্মানিত দর্শক শ্রোতা
আশা করি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন, আমি ও আলহামদুলিল্লাহ ভাল আছি,
প্রিয় দর্শক শ্রোতা দির্ঘ দের বছর পরে আদরের ছোট বোন জারিনের বাসায় সিলেট শহরে আসলাম, আলহামদুলিল্লাহ তাদের সবার মায়া মমতা এবং ভাল বাসায় আমি মুগ্ধ, আসলে তাদের বাসায় অনেক দিন আগে যাওয়ার কথা চিলো কাজের ঝামেলার কারনে আর যাওয়া হয়নি,
তাই আজ হঠাৎ করে জারিনের স্বামী জিয়াউর রহমান সাহেবের সাথে সিলেট শহরে জিন্দা বাজার পয়েন্ট দেকা হয়, সেকান থেকে জিয়া ভাই আমাকে বাইকে তুলে সোজা তাদের বাসায় নিয়ে যান, হঠাৎ করে জারিন কে চমকে দিলাম, আমাকে পেয়ে আদরের বোনটা মহা কুশি হয়েছে, তার পরে আর কি বলব, অল্প সময়ে অনেক খাবার দাবার হাজির, আমি ও রেহাই দেইনি চট করে মোবাইলটা পকেট থেকে বের করে রান্না বান্না রেকডিং করতে শুরু করি, সুধু মাত্র আমার বোনের বাসা টা আপনাদের দেকানোর জন্য, আশা করি ভিডিও টা আপনাদের ভালো লাগবে।