সেহরির আগে দোয়া ও দূরুদ | এবং মন জুড়ানো কুরআন তেলাওয়াত | Ramadan Dua and Recitation সেহরির বিষয়ে নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদীস পাওয়া যায়। নিচে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো— ১. সেহরির বরকত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "সেহরি খাও; কেননা সেহরির মধ্যে বরকত রয়েছে।" (সহিহ বুখারি: 1923, সহিহ মুসলিম: 1095) ২. সেহরির খাবার ফেরেশতারা দোয়া করেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "সেহরি খাওয়া বরকতময়, কাজেই তোমরা তা পরিত্যাগ করো না, যদিও এক ঢোক পানি পান করো। কারণ আল্লাহ ও তাঁর ফেরেশতারা সেহরি গ্রহণকারীদের জন্য দোয়া করেন।" (মুসনাদ আহমদ: 11086, ইবনে হিব্বান: 3457) ৩. উম্মতের সাথে পার্থক্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমাদের (মুসলমানদের) সিয়াম ও আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া।" (সহিহ মুসলিম: 1096) ৪. সেহরির সময় বিলম্ব করা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "আমার উম্মত যতদিন সেহরিতে বিলম্ব করবে এবং ইফতারে দ্রুত করবে, ততদিন তারা কল্যাণের ওপর থাকবে।" (মুসনাদ আহমদ: 11086, সহিহ ইবনে হিব্বান: 884) ৫. সেহরির জন্য সামান্য কিছু পেলেও খাওয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "সেহরি বরকতময় আহার, তাই তা ত্যাগ করো না, যদিও তোমাদের একজন শুধু এক ঢোক পানি পান করে।" (ইবনে হিব্বান: 3459, নাসাঈ: 2164) এগুলো সেহরির ব্যাপারে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর গুরুত্বপূর্ণ হাদীস, যা থেকে বোঝা যায় যে সেহরি খাওয়া শুধু শরীরের জন্য উপকারী নয়, বরং এটি আল্লাহর বিশেষ নিয়ামত ও বরকতের মাধ্যম। #RamadanDua #রমজানদোয়া #SehriTime #সেহরিরসময় #QuranRecitation #কুরআনতেলাওয়াত #DaroodSharif #দরুদশরিফ #SpiritualConnection #আধ্যাত্মিকসংযোগ #Ramadan2025 #রমজান২০২৫ #IslamicSupplication #ইসলামিকপ্রার্থনা #BeautifulTilawat #সুন্দরতেলাওয়াত #BlessedRamadan #বরকতময়রমজান #PeacefulMornings #শান্তিপূর্ণসকাল #islamiccenter #islamiccenter49