ফলে লাল হয়ে আছে ছাদ বাগান, কিভাবে সম্ভব এত ফল, Big rooftop fruit Garden overview in West Bengal
#rooftop_farming #fruit_Garden_overview
আমাদের সকলের প্রিয় ও পরিচিত বাগান আজ ফলে লাল হয়ে আছে। দেখেও ভীষণ ভালো লাগছে ভিডিও করতে গিয়ে এই ধরনের ছাদ বাগানে পা রাখা মানে একটা অন্য অনুভূতি আসে, ভিডিওর মান অনেক দশ গুণ বেড়ে যায়।
সেই জন্যই সকলকে বলবো এই ভিডিওটি ভালো করে সবাই দেখুন কিভাবে কি করা হয়েছে সবকিছু খুব পরিষ্কার করে আলোচনা করা হয়েছে আপনাদের সকলের সাথে। ভাল বাগান করতে গেলে বা কি কি জাতের ফল গাছ ছাদ বাগানে বসাবেন খুব সঠিক করে আমরা আলোচনা করেছি।
আরো আমাদের সকলের মনের জোর বাড়াবে এই ভিডিওগুলি প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট আপনারা ভালো জাতের ফল গাছ বসান ছাদে বাগান করতে গেলে একটু ভালো জাতের ফল গাছের প্রয়োজন আছে।
এছাড়া রোদ নতুন নতুন ভিডিও ছাড়া হয়, একটু ফলো করলে সবকিছু সহজেই হয়ে যাবে।