This video presents the biography of Sri Sri Guruchand Thakur (শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর জীবনী). His life story (জীবন কাহিনী) tells you the movement of a Namasudra leader (নমঃশূদ্র নেতা) on the aspects of Matua religion (মতুয়া ধর্ম).
১৮৪৬ সালের ১৩ই মার্চ বাংলাদেশের ওড়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর। পিতা ছিলেন মতুয়া ধর্মের প্রবর্তক শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুরের তিরোভাবের পরে মতুয়া আন্দোলনের যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর। তাঁর নেতৃত্বে মতুয়া আন্দোলন ভাববাদী চিন্তাভাবনার খোলস থেকে মুক্ত হয়ে জীবনকে জীবনমুখী চিন্তাভাবনার আলোকে বিচার-বিশ্লেষণ শুরু করে। সমাজের দলিত নিপীড়িত বঞ্চিত মানুষদের মুক্তির আন্দোলনে তার নেতৃত্ব ছিল ব্যতিক্রমী ভিন্ন ধারায় প্রবাহমান। সমাজের অপাংক্তেয় মানুষগুলোকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার বৈপ্লবিক কর্মপ্রচেষ্টা শুরু করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। অনুন্নত সম্প্রদায়ের মধ্যে তিনিই সর্বপ্রথম শিক্ষা আন্দোলনের ডাক দেন। সারা জীবন ধরে তার বিপুল কর্মকাণ্ড জনজাগরনের আন্দোলনে ছিল এক সাড়াজাগানো পদক্ষেপ।
এই ভিডিওতে তাঁর সেই কর্মময় জীবন সংগ্রামের কাহিনী সংক্ষেপে আমি বলার চেষ্টা করেছি। আশা করি, আপনাদের মতামত কমেন্ট বক্সে দেখতে পাব।
ধন্যবাদসহ
The Galposalpo
For making of this video, I am grateful to :-
তথ্যঋণ
১) মতুয়া প্রবন্ধ মালা
Edited by শ্রী সন্তোষ কুমার বারুই
২) দলিতের দুর্দশায় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ ঠাকুর
by বিশুদ্ধ নন্দন কবিরাজ
৩) জীবন সংগ্রামে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর
by রসময় বাইন
৪) উইকিপিডিয়া
৫) গুগল
#guruchand_thakur #গুরুচাঁদঠাকুর
DECLARATION:
In most places of this video, the photos are used only for education purposes. They are not exactly related to the actual incidents as described in this video. All the photos are collected from internet. I am grateful to those who gave me permission to use their photos. Many photo creators are not communicated due to lack of my knowledge about net surfing. But I am also grateful by heart to those creators. If anybody or any institution find anything wrong in the use of photos, please do not give copyright strike to this channel. Just inform me. I must edit or cut off the objectionable part or parts. Cooperation is solicited. Thank you.
.
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by