বিষয় : দুশ্চিন্তা রোগের লক্ষণ | বুক ধরফর কমানোর উপায় | অ্যাংজাইটি রোগের লক্ষণ | অহেতুক দুশ্চিন্তা করা
অনেকেই বিশ্বাস করতে পারেনা অ্যাংজাইটি জন্য আমাদের শ্বাসকষ্ট হয়।
#insightcounsellingcare
Anxiety Disorder Bangla :
অহেতুক চিন্তা এবং অহেতুক দুশ্চিন্তা এই দুটো বিষয় মারাত্মক অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় এবং অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় এই বিষয়গুলোকে বর্তমানে এখনো পর্যন্ত আমরা খুব একটা বেশি সিরিয়াসলি দেখিনা।
এনজাইটি / অ্যাংজাইটি বিষয়টা কি এখনও পর্যন্ত আমরা অনেকেই জানিনা অ্যাংজাইটি লক্ষণ কি সেই সম্পর্কে আমাদের ধারণা নেই অ্যাংজাইটি হলে কি অসুবিধা হয় সেগুলো আমরা জানি না যার ফলে আংটির জন্য আমরা দেখাতে উদ্যোগ নিতে চাইনা।
Anxiety Disorder Bangla :
দুশ্চিন্তা করার জন্য আমাদের এই দুশ্চিন্তায় রোগে পরিণত হয় অর্থাৎ বলতে পারেন দুশ্চিন্তা রোগের লক্ষণ গুলো আমাদের প্রকাশ পায় আমাদের শ্বাসকষ্ট হয় এবং আমাদের শ্বাসকষ্টের মাত্রা এতটাই বেশি হয় আমাদের মনে হয় শ্বাসকষ্টের জন্য আমার মারা যাবো। শ্বাসকষ্টের সাথে থাকি বুক ধড়ফড়ানি অর্থাৎ আমাদের বুক ধড়পড় করে।
আপনি যদি শ্বাসকষ্ট থেকে মুক্তির উপায় এবং বুক ধড়পড় থেকে মুক্তির উপায় চান তাহলে অ্যাংজাইটি কে আগে কমাতে হবে।
Anxiety Disorder Bangla :
অহেতুক দুশ্চিন্তা করা এই বিষয়টির সঙ্গে শ্বাসকষ্ট যুক্ত, শ্বাসকষ্ট হলে কি করনীয় এই বিষয়টি বারবার অনেকেই জিজ্ঞেস করে শ্বাসকষ্ট হলে কি করনীয় এর উত্তর হল অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়া।
শ্বাসকষ্টের সাথে বুক ধড়পড় করাটা স্বাভাবিক ঘটনা বুক ধরফর এর বিষয়টা যদি আলোচনা করা হয় তাহলে
বুক ধড়পড় এর কারণ
বুক ধড়পড় থেকে মুক্তির উপায়
বুক ধড়ফড় কমানোর উপায়
এই বিষয়গুলি আলোচনা করতে হয়।
Anxiety Disorder Bangla :
মানসিক রোগের সাথে অর্থাৎ মানসিক চিন্তা যেটাকে আমরা অহেতুক দুশ্চিন্তা বলে থাকি এই অহেতুক দুশ্চিন্তা করা যদি আমাদের রোগের পর্যায়ে নিয়ে যায় তাহলে আমাদের শ্বাসকষ্ট এবং বুক ধড়পড় করা একটা স্বাভাবিক বিষয় এবং তার জন্য একজন সাইকোলজিস্ট অথবা সাইক্রেটিস কে দেখানোর প্রয়োজন।
Anxiety Disorder Bangla :
শ্বাসকষ্ট কি মানসিক রোগ অর্থাৎ আমি যদি বলি শ্বাসকষ্ট মানসিক রোগ সেটা সঠিক হবে না আবার সেটা ভুল হবে না। আমাদের বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয় তার মধ্যে একটি কারণ হলো মানসিক তাই শ্বাসকষ্ট মানসিক রোগ।
যেমন আমরা বলতে পারি দুশ্চিন্তা মানসিক রোগ অর্থাৎ দুশ্চিন্তা করা একটি মানসিক রোগ এবং এই দুশ্চিন্তা রোগের লক্ষণ আমরা অনেকেই জানিনা।
অহেতুক দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় অনেকেই ভাবেন খুব সহজ অর্থাৎ অহেতুক চিন্তা থেকে মুক্তির উপায় এই বিষয়টা কিন্তু এত সহজ নয় যারা অহেতুক চিন্তা করে অথবা অহেতুক দুশ্চিন্তা করে তারা যদি এই চিন্তা থেকে বের হতে না পারে তাহলে সেটি মানসিক রোগের পর্যায় চলেযায়।
Anxiety Disorder Bangla :
কিছু ক্ষেত্রে দেখা যায় প্রচন্ড পরিমানে বুক ধরফর করা এই বিষয়টা কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় এবং বুক ধরফর করার মাত্রা এত বেশি থাকে সে পরিবারের মানুষজন ভয় পেয়ে যায়।
today you discuss their about anxiety symptoms in Bengali discuss different health issue created by anxiety