১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা ভাইভা বা মৌখিক পরীক্ষার মুখোমুখি হচ্ছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ১৫তম শিক্ষক নিবন্ধনের ১৮তম দিনের ভাইভা বা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্কুল পর্যায়ের রসায়ন বিষয়ের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম ব্যাচের মৌখিক পরীক্ষা শুরু হয় সকাল দশটায়। দ্বিতীয় ব্যাচ পরীক্ষা শুরু হয় বেলা বারোটায়। দুই ব্যাচে ৪৫৯জনের পরীক্ষা নেয় এনটিআরসিএ।
ভাইভা শেষে প্রার্থীদের সাথে কথা বলেছে দৈনিক শিক্ষাডটকম। এসময় দৈনিক শিক্ষাডটকমের ভিডিও প্রতিবেদনে নিয়মিত উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষক নিবন্ধনের প্রার্থীরা। ভিডিওতে দেখুন কাকে কি জিজ্ঞেস করেছেন ভাইভা বোর্ড।