এই পর্বে আপনারা দেখবেন পানির নিচে কোন ধারালো কিছুর সাথে বেধে জাল ছিঁড়ে শেষ। বিশাল জায়গা নিয়ে জাল ছিরেছে। মতেও মাছ হবাএ কথা না তারপরেও জাল ওঠার পর দেখলাম একেবারে খারাপ মাছ হয়নি। বেশ কিছু বড় উঠেছিল। সাথে আরো নাম না জানা বিভিন্ন জাতের মাছ উঠেছিল। উঠেছিল একটি হাঙ্গরের বাচ্চা। আমি কখনও নিজ হাতে হাঙ্গর ধরিনি। চোখের সামনে হাঙ্গর মাছটি দেখে আর লোভ সাম্লাতে পারলাম না। আর অন্যান্য মাছগুলো দেখছি খুব কাছ থেকে। সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইলো। আশা করি ভালো লাগবে। সবার প্রতি রইলো অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
----------------------------------------------------------------------------
My social media link –
facebook - /backpackersifat
instagram - /backpackersifat
------------------------------------------------------
#সুন্দরবনের_সাগরের_গল্প #সাগরে_জেলেদের_মাছ_ধরা #গভীর_সাগরে_মাছ_ধরা