সুন্দর বনের কর্মচারী সাহস ও মনবল অত্যান্ত। জল জঙ্গলে তাদের লড়াই করে বাঁচাতে হবে। সুন্দর বন আমাদের সম্পদ। রক্ষা করার দায়িত্ব আমাদের। জলে কুমির ডাঙায় বাঘ। জোয়ারের সময় নদীর জল ফুলে ফেঁপে ওঠে। ভাঁটার সময় জল নিচে নেমে যায়। নদীর স্রোতের তিব্রতা অত্যান্ত । জলে কুমির ডাঙায় বাঘ। তাছাড়া বিভিন্ন বিষাক্ত প্রজাতি আছে।বিপদ হলে ছুটে পালানোর উপায় নেই।নির্ভয় করতে হবে মেশিন চালিত বোটের উপর।কোন কারনে যদি মেশিন না চলে।তখন তাদের সাহসের সঙ্গে মনবল নিয়ে রুখে দাঁড়াতে হবে।কে জানে কার কপালে কি আছে।