রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কি ডিজিএফআইকে ব্যবহার করা হয়? গুম, খুন প্রতিরোধে সরকার কি ব্যবস্থা নিয়েছে? গুম হয় কারা? কেন?
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোতে এবারের আলোচনার বিষয়: ডিজিএফআই-এর আয়নাঘর৷ অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) গোলাম হেলাল মোর্শেদ খান, বীর বিক্রম এবং সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল৷ দেখুন এবং জানান আপনার মতামত৷
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন @arafatul2008৷
#ডিজিএফআই #আয়নাঘর #খালেদমুহিউদ্দীন
সাব্সক্রাইব করুন: https://bit.ly/2SJoeQq
ফেসবুকে ডয়চে ভেলে: https://www.facebook.com/dwbengali
টুইটারে ডয়চে ভেলে: https://twitter.com/dw_bengali