এক নারী আত্মরক্ষায় ঢাল ও লাঠি হাতে যুদ্ধে লিপ্ত | লাঠি খেলা | Lathi Khela | Traditional Stick Gane
#RupontyChowdhuryLathiKhela #KushtiaLathiKhela#LathiKhela #TraditionalStickGane #GreenContentBD #GreenContent #greenbd
এক নারী আত্মরক্ষায় ঢাল ও লাঠি হাতে যুদ্ধে লিপ্ত | লাঠি খেলা | Lathi Khela | Traditional Stick Gane
কুষ্টিয়ায়
কুষ্টিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ওস্তাদ ভাই’ লাঠি খেলা উৎসব
বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর ৯০ বছর পূর্তি উপলক্ষে বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর কুষ্টিয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ওস্তাদ ভাই লাঠি খেলা উৎসব ও লোকজ মেলা। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এক নারী আত্মরক্ষায় ঢাল ও লাঠি হাতে রিতিমত যুদ্ধে লিপ্ত একজন পুরুষের সাঙ্গে। শেষ পর্যন্ত পরাজিত হন পুরুষ। বিষয়টি বাস্তবিক না হলেও দৃশ্যটি লাঠিখেলা উসবের। বালাদেশ লাঠিয়াল বাহিনীর ৯০ বছর পূর্তি উপলক্ষে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসব উপভোগ করতে এসে দারুন খুঁশি দর্শকরা।
উৎসবে ৪০টি লাঠিয়াল দল অংশ নিলেও নজর কাড়ে নারী লাঠিয়ালদের নৈপূণ্য। পুরুষ লাঠিয়ালদের সাথে যেন সমান তালে লড়েন তারা।
তারকা লাঠিয়াল রুপন্তি চৌধুরী মনে করেন লাঠিখেলা উপভোগ্য কিংবা বিনোদনের বিষয় হলেও বাস্তবিক ক্ষেত্রে আত্মরক্ষায় বড় একটি মাধ্যম হতে পারে। শত বছর ধরে এই লাঠি খেলার যাত্রা শুরু হলেও এর ঐতিহ্য আজ হারাতে বসেছে পৃষ্ঠপোষকতার অভাবে।
উৎসবে প্রবীণ লাঠিয়ালরাও দলবলে সামিল হয়েছেন । জানালেন তাদের অনুভূতির কথা।
উৎসবের আয়োজকরা জানান আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর প্রচেষ্টা থাকলেও সরকারী পৃষ্ঠপোষকতা না থাকায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য।