MENU

Fun & Interesting

ভয়েজার মিশন | মহাকাশের মহাকাব্যিক অভিযাত্রী | আদ্যোপান্ত | The Voyager missions | Adyopanto

ADYOPANTO 161,066 3 years ago
Video Not Working? Fix It Now

বলছি ১৯৭০ এর দশকের শেষদিকের কথা। রহস্যময় মহাকাশের দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকা বিজ্ঞানীদের পিপাসা, টেলিস্কোপ সেই কবেই যৎসামান্য মিটিয়েছে। এরপর মার্কারি প্রজেক্ট কিংবা অ্যাপোলো প্রোগ্রামের মতো বৃহৎ বৃহৎ অভিযান সাধারণ মানুষদেরও মহাকাশ আর জ্যোতির্বিজ্ঞানের রহস্যের প্রেমে মজাতে বাধ্য করতে থাকলো। আর মহাকাশের রহস্যে যে একবার মজেছে, বার বার সে রহস্যের জল পান করেও তাঁর তৃষ্ণা নিবারণ সম্ভব নয়। তাইতো মানব মস্তিষ্ক বার বার গোয়েন্দাগিরি চালিয়েছে গ্রহ থেকে উপগ্রহে, জ্বলন্ত সূর্য হতে মৃত নক্ষত্রদের অন্ধকার রাজ্য পর্যন্ত। মানব সভ্যতার এমনি এক রোমাঞ্চের কুয়াশায় মোড়ানো আর অকল্পনীয় রহস্য উন্মোচনকারী মহাকাশ অভিযান- ভয়েজার প্রোগ্রাম যা মহাকাশ সম্পর্কে আমাদের চিরাচরিত ধারনাকে কাঁচকলা দেখিয়ে সম্পূর্ণ নতুন কিছু ধারণার জন্ম দিয়েছে এবং সেই অকল্পনীয় বাস্তবতাগুলোকে গ্রহণ করতে গিয়ে ঢেলে সাজাতে হয়েছে জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন পুস্তকসমূহ। সুপ্রিয় দর্শক, চলুন ভয়েজার-১ আর ভয়েজার-২ এর সাথে আমরাও গোয়েন্দাগিরি করে আসি গ্রহ-উপগ্রহ ছাড়িয়ে কোটি কোটি কিলোমিটার দূরে সৌরজগতের আদ্যোপান্ত পর্যন্ত। 📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন 💻 যুক্ত হোন: ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: [email protected]

Comment