চর খানপুর ভারতের মুর্শিদাবাদ এবং বাংলাদেশের রাজশাহীর সীমান্তবর্তী একটি চরাঞ্চল। পদ্মার বুকে ভেসে ওঠা একটা চর। এখানকার মানুষ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য ১ ঘন্টা পথ পাড়ি দিয়ে আসতে হয় রাজশাহী শহরে। #rajshahi #bengladesh #podda #border