সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলা হয়েছে, "হে মুমিনগণ! তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদেরকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ-ভীরুতা অবলম্বন করতে পারো।"
সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, "রমজান মাস, এ মাসেই মানুষের দিশারী এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসে সিয়াম পালন করে। আর কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না, এ জন্য যে, তোমরা সংখ্যা পূরণ করবে এবং তোমাদের সৎপথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।"
সুতরাং, কুরআন অনুযায়ী রোজা ইসলামের একটি অন্যতম স্তম্ভ এবং রমজান মাসে রোজা রাখা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের জন্য ফরজ।
#romjan #ramadan #news #islamicscholar
যোগাযোগঃ ৭৫-৭৬, আলআমিন মিলেনিয়াম টাওয়ার (৫ম তলা) সুইট-০৫/বি, কাকরাইল, সি/এ ঢাকা-১০০০।
হটলাইনঃ ০২২২২২২৬৯৪২
ই-মেইলঃ [email protected]
ফেসবুকে আমরাঃ
Daily Janatar Zamin ► / janatarzamin
Janatar Zamin Islamic ► / janatarzaminislamic
More on YouTube
Daily Janatar Zamin ► / @dailyjanatarzamin
Janatar Zamin Islamic ► / @janatarzaminislamic