এই গাছ বাড়িতে রাখুন,সাফল্য আসবে। বাস্তুশাস্ত্র মেনে কলাগাছ ঘরে লাগান।A1vastu.বাস্তুটিপস।vastu tips
এই গাছ বাড়িতে বসান,সাফল্য আসবে।বাস্তুশাস্ত্র মেনে কলা গাছ বাড়িতে বসান। এই হচ্ছে আজ আমার ভিডিও। আমরা কলাগাছ বাড়িতে বসাই কিন্তু আমরা কোনো নিয়মের ধারধারি না যেখানে সেখানে গাছ লাগিয়ে বসি। আপনি কি জানেন যে কোন জায়গায় যেখানে সেখানে যে কোন দিনে কলাগাছ বসানো যায়না। ভুল জায়গায় কলাগাছ বসালে আপনার জীবনে অশুভ শক্তির প্রভাব বেড়ে যাবে যার ফলে আপনি জীবনে সুখি হতে পারবেন না। পরিবারের কেই শান্তি তে থাকতে পারবে না। কিন্তু যদি আপনি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে কলাগাছ বসান তা হলে আপনার বাড়িতে শুভশক্তিতে ভরে যাবে।যার ফলে আপনার জীবন শান্তি তে ভরে যাবে।খুশিতে ফরে যাবে।হাতে অর্থ আসবে। তাই বন্ধুরা আপনারা বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে কলাগাছ লাগান।
নমস্কার
A1vastu