নেপাল ডায়েরি। পশুপতিনাথ, নীলকন্ঠ বিষ্ণু, গুপ্তেশ্বর পাতাললোক, পোখরা লেক, চন্দ্রগিরি, এভারেস্ট দর্শন।
#puredevotee
#nepal
#travel
#harekrishna
#pashupatinath
#vishnu
#devi
#নেপাল
এই বছর অক্টোবরের পুরো মাসটা বেশ মজা করেই কাটল। মাসের শুরুতেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো আর তারপরই আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ে ঘেরা একমাত্র ঘোষিত সনাতন দেশ নেপালের পথে। পশুপতিনাথ মন্দির, নীলকন্ঠ বিষ্ণু মন্দির, মহেন্দ্র গুহা থেকে শুরু করে বিন্দুবাসিনী মাতা মন্দির, পোখরা লেক, গুপ্তেশ্বর পাতাললোক, চন্দ্রগিরি, এভারেস্ট দর্শন করলাম। অসাধারণ সেসব অভিজ্ঞতা আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে। এছাড়া চিতওয়ানে ভোরবেলা জঙ্গল সাফারি এবং সন্ধ্যেবেলা নেপালিদের ট্রেডিশনাল সংঙ্গীত ও নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণেরও রোমাঞ্চকর অভিজ্ঞতাও সঙ্গে এনেছি আপনাদের জন্য। তাই দেরি না করে চলুন নেপাল সফরে আমাদের সঙ্গে। ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তাহলে নেপালে কেনাকাটি করার সবচেয়ে সস্তার মার্কেট সম্পর্কে জানতে পারবেন।ভিডিওটি ভালো লাগলে Like, Share & Comment করে এই চ্যানেলের পাশে থাকবেন। "হরেকৃষ্ণ"