#এক_পশলা_বৃষ্টি
#পর্ব:১
#লেখনীতে: ইশরাত জাহান ফারিয়া
প্রেগ্ন্যাসি কিট দেখেই মাথা ঘুরে পড়ে গেলো শোভা। কারণ ফলাফল পজিটিভ। হোস্টেলের অন্যান্য মেয়েরা দৌড়ে এসে ধরলো ওকে। বিছানায় শুইয়ে দিয়ে চোখেমুখে পানির ছিঁটা দিলো। বেশ খানিকক্ষণ পরে জ্ঞান ফিরলো। সবাই জেঁকে ধরলো কী এমন হয়েছে যার জন্য অজ্ঞান হয়েছে? শোভা কাউকে কিছু বললোনা। কাউকে বলার মতো মুখই নেই ওর। কী। বলবে যে ও মা হতে চলেছে? না এমনটা কখনো কাউকে বলতে পারবেনা।
শোভার অবস্থা দেখে ওর খুব কাছের বান্ধবী মিলি সবাইকে চলে যেতে বললো। সবাই চলে গেলে মিলি ধীরে ধীরে জিজ্ঞেস করলো, 'কী হয়েছে রে শুভি? বলনা!'