প্রকৃতি যেমন কেরালাকে নিজ হাতে সাজিয়ে দিয়েছে, আবার এখানকার মানুষও প্রকৃতির রঙ রূপকে বুকে আগলে রেখে তা অনন্য উপায়ে তুলে ধরেছে বিশ্ব দরবারে। যে কারণে ভারত ভ্রমণে এলে কেরালা দর্শন অপরিহার্য হয়ে ওঠে বিদেশি পর্যটকদের কাছে। আর কেরালায় পা রাখলে প্রাকৃতিক সৌন্দর্যের অনবদ্য নিদর্শন পুভার আইল্যান্ডের মায়াবী ছাতছানি এড়িয়ে যাওয়া যায় না কিছুতেই। আর সেই অদৃশ্য চুম্বকীয় টানেই কেরালার মসৃণ রাজপথ আর শহর-বন্দর মাড়িয়ে পৌছে যাই পুভার আইল্যান্ডে।
প্রথম দর্শনেই পুভার আইল্যান্ড মন কেড়ে নেয়। কী এক নয়নাভিরাম দৃশ্য। শান্ত জলের স্নিগ্ধ খালে সারিসারি জলযান আর চারিদিকে সবুজের সমারোহ।
Contact :
[email protected]
#poovar_island #poovar #kerala #পুভার_আইল্যান্ড #পুভার #কেরালা