বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার আগে, অনেক মরিচঝাঁপি-মরিচঝাঁপি বলে চিৎকার করেছে, কিন্তু কোনদিন খোঁজ নিয়ে দেখেছে, কোথায় রয়েছে? কেমন রয়েছে মরিচঝাঁপি থেকে কোনরকমভাবে প্রাণে বেঁচে আসা মানুষগুলো? কোনদিন খোঁজ নেয়নি। এটা আমার বাস্তব জীবনে ঘটেছে।
Online News