Indriyo domon aage koro mon
Vocal - Kanai Das Baul (কানাই বাউল - Kanai Baul)
Event - Baul Utsab 2019
Organised By - Naktala Youth Club
Date - 28/12/2019
Cover By - Gobinda Karmakar (Baul of Bengal)
#Indriyo_domon, #Baul_Gaan, #Kanai_Das_Baul,
ইন্দ্রিয় দমন আগে কর মন, তা নইলে সাধন হবে না হবে না ।
যার লাগি মন, এ ভববন্ধন, সে পথের অন্বেষণ কেন কর না ৷
পরের কথা শুনে হরি ব’লে নাচ,
হরি কোথায় আছে তাকে কেউ দেখেছ ।
শোনা কথা শুনে নিশ্চিন্ত বসে আছ,
নাই পরিণাম-ভাবনা ৷
দীক্ষামন্ত্র শুধু করিয়া গ্রহণ
জপিছ, ভাবিছ হয়েছে সাধন,
বীজের তত্ত্ব না জেনে, ভাব অনুমানে,
কখনো জীবনে পাবে না, পাবে ন! ॥
আত্মারূপে গুরু প্রতি ঘটে ঘটে,
তারে না চিনে কেন বেড়াও ছুটে ছুটে,
রাধাপদ গোসাই রটে, জ্ঞান-আঁখি যার ফুটে,
তার অষ্টপাশ কাটে,
শোনা কথা সে মোটে শোনে না, শোনে না ৷
1. মন আমার কালো মেয়ে, কালো মেয়ে ভালো রে
https://www.youtube.com/watch?v=H1JWz...
2. মন ছাড়া কি মনের মানুষ রয়
https://www.youtube.com/watch?v=M-6o9...
3. সাধু সঙ্গ ভালো সঙ্গ
https://www.youtube.com/watch?v=xyWik...
4. তুমি যদি হওগো আমার, আমি তোমার হতে পারি
https://www.youtube.com/watch?v=tninp...
5. হরিকে ডাকলে কোথায় পাবি
https://www.youtube.com/watch?v=m_xl1...