MENU

Fun & Interesting

রেকট সু বাজার, তিন মাসের গ্যারান্টি দিয়ে লেডিস, বেবিজ, জেন্স ও চামড়ার জুতা পাইকারী বিক্রি করেন।

Jubaer Tapos vlogs 4,636 2 weeks ago
Video Not Working? Fix It Now

ভৈরব উপজেলা শহরে বিগত চল্লিশ বছর আগে থেকে জুতার ব্যবসা শুরু হয়। এই ব্যবসা আস্তে আস্তে আজ একটি বড় বটবৃক্ষ হয়ে দাড়িয়ে আছে। শত শত পাইকারি জুতা বিক্রেতা, হাজী ফুলমিয়া কমপ্লেক্স, হাজী খলিল কমপ্লেক্স, জিয়া কমপ্লেক্স, হাজী বশির প্লাজা এবং মসজিদ মার্কেটের মতো বড় বড় পাইকারী জুতা বিক্রির মার্কেট ভৈরব উপজেলা শহরে নির্ভরযোগ্য ও সুনামের সাথে জুতা বিক্রি করছে সারা বাংলাদেশে। এসব মার্কেটের শত শত দোকানে শুধুই জুতা বিক্রি করে। তাছাড়া জুতা তৈরীর জন্য সকল ধরনের মেটেরিয়াল গাম, চামড়া, সোল, আপার সহ সব কিছুর আলাদা দোকান ও মার্কেট ভৈরব বাজার উপজেলা সদরের ভৈরব ময়মনসিংহ মহাসড়কে গড়ে উঠেছে। রেকট সু তিন মাসের ফুল গ্যারান্টি দিয়ে সারা বাংলাদশে পাইকারী দামে জুতা বিক্রি করেন। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পাইকারী মূল্যে টেকট সু বাজার থেকে জুতা সংগ্রহ করে ভালো ব্যবসা করতে পারবেন। লেডিস জেন্স বেবিজ ও চামড়ার জুতা পাবেন রেকট সু বাজারে ভৈরব উপজেলা সদরের সামনে হাজী খলিল কমপ্লেক্স মার্কেটে রেকট সু বাজার। #জুতার_ব্যবসা #বাংলা_জুতা #ভৈরব_বাজার

Comment