MENU

Fun & Interesting

৩৩ শতাংশ জমিতে পুঁইশাক চাষ, কত আয় - কত ব্যয়?

Roza Agro 46,306 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

পুঁইশাক চাষী---
মোঃ আকমল হোসেন
গ্রাম- সাহারবাটি, উপজেলা- গাংনী, জেলা- মেহেরপুর
মোবাইল- ০১৯৮৩১৭১০০৬
==================================
৩৩ শতাংশ জমিতে পুঁইশাক চাষ, কত আয়- কত ব্যয়
===================================
মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের একজন চাষী মোঃ আকমল হোসেন। তিনি ৫ বছর ধরে ১ বিঘা জমিতে পুঁইশাক চাষ করছেন। এবছরও তিনি ১ বিঘা বা ৩৩ শতাংশ জমিতে পুঁইশাকের চাষ করেছেন। তিনি জানান, শীতের শেষে পুঁইশাক রোপনের উত্তম সময়। সেসময় পুঁইশাক চাষ করলে চৈত্র-বৈশাখ মাসের দিকে ভালো দাম পাওয়া যায়। দর্শক, তিনি কি জাতের পুইশাক চাষ করেছেন, কিভাবে করেছেন, রোগ-বালাই কি কি হয় এবং সেজন্য কি ব্যবস্থা নেন, এছাড়াও পুঁইশাক চাষে লাভ কেমন হয় সেসম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশাকরি প্রতিবেদনটি দেখে আপনারা উপকৃত হবেন--------।
#পুঁইশাক
#rozaagro

Comment