গত ১৩ই মে ২০২২ খ্রিঃ, রোজ শুক্রবার কৈবল্য ভুবনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসবে কথা প্রসঙ্গে, আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীরামঠাকুর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ এবং অজানা আলোচনা করেন তারই বংশধর এবং শ্রীশ্রীসত্যনারায়ণের সেবা মন্দিরের পঞ্চম মোহন্ত মহারাজ শ্রীমৎ ধূর্জটি প্রসাদ চক্রবর্তী মহাশয়।