কেন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ বাধাতে চায় ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO
জানেন কি না, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের ঘোষণার পর, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইরানই ছিলো প্রথম কোনো দেশ, যে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিলো।
কিন্তু পরে কি এমন ঘটলো ??
১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর আক্ষরিক অর্থেই দেশটির সব কিছু উলট পালট হয়ে গিয়েছিলো। আর এর সূচনা হয়েছিলো পশ্চিমা মদদপুষ্ট শাহ শাসনের পতনের মধ্য দিয়ে। বিপ্লবের কান্ডারি রুহুল্লা খোমেনি বিশ্বাস করতেন, মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে সেই বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে। আর বেশিরভাগ মুসলিম দেশের মধ্যিখানে তৈরি হওয়া পশ্চিমঘেষা ইসরায়েলকে সমস্যা হিসেবেই দেখছিলেন খোমেনি। এরপর থেকে, ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবেই দেখতে শুরু করে ইরান।
কিন্ত ঠিক কি কারণে ইরান-ইসরায়েলের বিরোধ ?? আঞ্চলিক রাজনীতির জটিল সব সমীকরণ ইরান-ইসরায়েলকে কোথায় নিয়ে যাচ্ছে?? তাই জানার চেষ্টা করবো আদ্যোপান্তর এই পর্বে।
▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]