জুতার ফেক্টরী। বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাস। এদেশে অনেক দেশী ও বিদেশি জুতা তৈরির কারখানা আছে। মাল্টিন্যাশনাল কোম্পানি বাটা ছাড়াও আরো কিছু কোম্পানি আছে। দেশীয় কোম্পানির মাঝে এপেক্স, ওরিয়ন ছাড়াও আরো অনেক অনেক কোম্পানি কাজ করছে। তবে এইসব কোম্পানির জুতা তুলনামূলক দামী জুতা। আমাদের দেশের অনেকেরই দামী জুতা ব্যবহার করার মতো আর্থিক সঙ্গতি নেই। এই অবস্থায় দেশের কিছু কিছু ফেক্টরী সস্তায় জুতা বিক্রির উদ্দেশ্যে বাজারে আসে। তাদের জুতা তুলনামূলক সস্তা ও আকর্ষণীয় ডিজাইনের। সস্তা হওয়ার কারনে ধনী গরীব সবাই ব্যবহার করতে পারছেন। তাছাড়া অনেকে দ্রুত ডিজাইন বা মডেল বদল করতে পারছেন। দেশীয় সস্তা জুতা তৈরির ক্ষেত্রে বাংলাদেশের দুটি জেলা এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। প্রথমত ব্রাহ্মণবাড়িয়া জেলা। দ্বিতীয়ত কিশোরগঞ্জের ভৈরব উপজেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পীরবাড়ী এলাকায় অনেক বছর যাবৎ হাতে তৈরী জুতার কারখানা দেশব্যাপী জুতা বিক্রি করে আসছে। তবে বিগত কিছু বছর থেকে চায়না থেকে আমদানি করা অত্যাধুনিক মেশিনের সাহায্যে সাশ্রয়ী মূল্যের জুতা তৈরি ও বিক্রি করছেন ব্রাহ্মণবাড়িয়ার জুতার ব্যবসায়ীরা। A plus জুতার ফেক্টরী এই সকল ফেক্টরীর একটি অগ্রণী মুখপাত্র।
A plus shoes factory is a chipset price shoes factory in whole Bangladesh. They make any kinds of shoes. Ladies, Gents and Baby's. Address of A-plus shoes factory is Brahmanbaria, Bangladesh.
#bangladesh #business #shoes_factory #quality_shoes_made_factory #shoes_business