MENU

Fun & Interesting

আত্মা দর্শন | মৃত্যুর পর সাজা পায় কে? পর্ব- ০২ | নূরে মুহাম্মদী রূপ দর্শন | পাগল আব্দুল আলীম চিশতি |

POROM ATMA BD 76,589 4 years ago
Video Not Working? Fix It Now

Porom Atma HD পরম আত্মা একটি আধ্যাত্মিক চ্যানেল। দেহতত্ত্ব, আত্মা তত্ত্ব, সৃষ্টিতত্ত্ব সহ ইলমে মারেফাতের গুপ্ত বিষয় বস্তু্র হাকিকত নিয়ে আলোচনার করার উদ্দেশে আমাদের চ্যানেলটি নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করে যাবে ইনশাল্লাহ। সকল বন্ধুকে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। Porom Atma HD is basically a spiritual channel. Inshallah, our channel will broadcast regular programs to discuss the secret subject matter of knowledge including physiology, soul theory, creation theory. All friends are requested to stay with our channel. আলোচনার বিষয় : আত্মা দর্শন | মৃত্যুর পর সাজা পায় কে? নূরে মুহাম্মদী রূপ দর্শন কি? পর্ব- ০২ কথা - পাগল আব্দুল আলীম চিশতি ভিডিও কভার স্টুডিও - পরম আত্মা। ❤ এই চ্যানেলটি অসাম্প্রদায়িক অর্থাৎ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকল মানুষের জন্য একটি আধ্যাত্মিক চ্যানেল। এক মানুষের সাথে আরেক মানুষের হিংসা অহংকার মুক্ত করে গভীর প্রেমময় ভালোবাসার বন্ধন সৃষ্টি হলে তবেই এই পৃথিবীতে শান্তি বিরাজ করবে। আর এটাই হচ্ছে মানবধর্ম। অন্তিমকালে যার যার "নিজ কর্মফল দর্শন" ব্যতীত সেই ঘোর নিদানকালে কেউ কারো সাথে যাবে না। তাই আসুন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ্‌ দর্শনের গভীর আকাংখা নিয়ে সকলে এক ও অদ্বিতীয় আল্লাহর একত্ববাদের প্রেমে সর্বদা মত্ত থাকি, সর্বদা নিজের আমলের কথা চিন্তা করি, মিথ্যা কথা না বলি, অন্য কারো সমালোচনা, গীবত না করি এবং সত্য সু-পথে চলি। আমি আল্লাহর প্রেমে, আল্লাহ্‌কে দর্শন করার আশায় আশায় পাগলের মত ঘুরছি। তাই নামের আগে যোগ হয়েছে মূর্খ অধম পাগল। আর এই অধম পাগল মানুষের কথা যদি কারো ভালো না লাগে, তাহলে ভিডিওটি ডিজলাইক দিবেন আর ভালো লাগলে লাইক দিবেন। যদি লাইকের তুলনায় ডিজলাইক % বেশি হয় তাহলে আমি ভিডিওটি সাথে সাথে ডিলেট করে দিব। প্রতিটি আলোচনা কুরআন, সহী হাদিস, ধর্মীয় শাস্ত্র থেকে এই চ্যানেলে নিয়মিত আলোচনা করা হয়। আমার ভুল ভ্রান্তি ক্ষমার চোখে দেখার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ রইল। সকল মানুষের শান্তি কামনাই হোক, সকল মানুষের একমাত্র মূল উদ্দেশ্য। আল্লাহ্‌ মহান। ______________________________ ~ পাগল আব্দুল আলীম চিশতি।

Comment