সকালবেলা উঠে নাস্তা রেডি করে নাস্তা করলাম। দুইজন দুই কাপ করা কফি খাইলাম। হাসবেন্ড দুপুরের নামাজ পড়তে গেল। পুকুরের জন্য শিং মাছের তরকারি, বেগুন ভাজা, বৈশাখ ও চিংড়ির শুটকি ভাজা করলাম। মজার মজার রান্না করলাম গরম ভাত দিয়ে খাইলাম। বাচ্চা কি স্কুলে নিয়ে যাওয়ার জন্য অলসতার কারণে সব কাজ একসাথে করা সম্ভব হয়ে উঠছে না। সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে। #vlog #vlogger #new #simple #sharing #lifestyle #bangla #dailyvlog #bangladesh