কেন ভারত-পাকিস্তান কেউই কাশ্মীরের দখল ছাড়তে চায় না ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO
২০১৯ সালের ৫ই আগস্ট ভারতের সংসদে একটি বিশেষ বিল পাশ করা হয়। সংবিধান থেকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাদ দেয়া হয়। একই সাথে পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাপ্রাপ্ত জম্মু-কাশ্মীরকে ভাগ করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখে। এর পরপরই সেখানে শুরু হয় ব্যাপক বিক্ষোভ। দিতে হয়েছিলো লকডাউন। ওই একই বছরের শুরুতেও ভয়াবহ সংকট তৈরি হয়েছিলো কাশ্মীর ঘিরে।
ফেব্রুয়ারির ১৪ তারিখে ২২ বছর বয়সী এক তরুণ সেনাবাহিনীর একটি কনভয়ে বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় চালানো এই হামলায় নিহত হয়েছিলো অন্তত ৪০ জন ভারতীয় সেনা। হামলাকারী ছিলো জইশ-ই-মুহাম্মদ নামে পাকিস্তানভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী। এই ঘটনার ১২ দিনের মাথায় ১৯৭১ সালের পর ফের সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের বালাকোট অঞ্চলে বিমান হামলা চালায় ভারত। এই হামলায় ভারতের অন্তত দুটি বিমান বিধ্বস্ত হয় এবং একজন ভারতীয় পাইলটও পাকিস্তানের হাতে আটক হন। ফলে ভারত পাকিস্তানের মধ্যে ফের আরেকটি যুদ্ধের আশংকাও তৈরি হয়েছিলো।
বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চলগুলোর একটি হচ্ছে কাশ্মির। বিগত ৭৬ বছরে কাশ্মিরকে কেন্দ্র করে তিন দফা যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান। আর আশির দশকের পর থেকে পাকিস্তানের সমর্থনপুষ্ট আন্দোলন, হামলা ও সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে অন্তত ৭০ হাজার মানুষ।
কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের কারণ আসলে কি? কাশ্মির সংকটের সমাধান কি আদৌ হবে কোনদিন। এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করবো আদ্যোপান্তর আজকের পর্বে।
▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]