অন্তি পায়ের পাতায় ভর করে দাঁড়িয়ে ঈশানের গলা জড়িয়ে ধরে টুপ করে তার গালে একটা চুমু খেল...
অন্তী আরেক বার চোখ তুলে ঈশানের দিকে তাকালো,সে এখনো আগের মতো করেই অন্তীর দিকে তাকিয়ে আছে। এই চোখে বেশিক্ষণ চোখ রাখার সাহস তার নেই,তাই অন্তী দ্রুত তার চোখ নামিয়ে ফেললো। ঈশান তার এতো কাছে আছে যে তার হৃদস্পন্দনের প্রতিটি ঢিপ ঢিপ শব্দ অন্তী শুনতে পাচ্ছে। যেন তার নিঃশ্বাসের প্রতিটি ধ্বনি শুধু অন্তীর নাম বলছে, নিঃশ্বাসের উষ্ণ হাওয়া এসে আছড়ে পড়ছে অন্তীর মুখে। সে চোখ বুজে সেই নেশাধরানো হৃদস্পন্দন শুনছিলো সহসা ঈশান তার চোখে ফু দিলো। অন্তী চোখ পিট পিট করে তাকালো,তখন ঈশান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
'আম্মুর বৌমা ইউ লুক ভেরি বিউটিফুল টু ডে।'
কথাটা শুনে অন্তী কেমন অবাক চোখে ঈশানের দিকে তাকালো, ঈশান চোখে হাসলো। মুখ খুলে কিছু বলার আগেই বাইরে থেকে তার মায়ের কন্ঠস্বর শুনতে পেল। তিনি অন্তীকে ডাকছেন,তার কন্ঠস্বরে ঈশান অন্তী তাড়াতাড়ি করে ছিটকে একে অপরের থেকে দূরে সরে গেল। তখনই ঈশানের আম্মুর দরজার কাছে এসে বললো,'এই নে তোর আম্মু ফোন করেছে।'
অন্তী এগিয়ে তার খালামনির কাছ থেকে ফোনটা হাতে নিয়ে নিজের কানের কাছে ধরলো।
'হ্যালো আম্মু!'
'ভালো আছি আমি।...
ঈশানের মায়ের দৃষ্টি ঈশানের দিকে পড়তেই সে মাথা চুলকে বোকা হেসে রুম থেকে বেরিয়ে গেল।