একাধিক বিয়ে করলেন
চার স্ত্রী একসাথে রাখেন
একাধিক বিবাহ করা সুন্নত
চারজন স্ত্রীকে নিয়ে ঘর সংসার করেন
এক মাদ্রাসার মোহতামিম
আমার স্বপ্নের মাদরাসা মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া বাংলাদেশ,ঢাকা ও Ideal Marriage Bureau-IMB অফিসে আপনাকে স্বাগতম।
Markazus shareeya al-islamia bangladesh
আশ শরীয়াহ ফাউন্ডেশন ASF
SBI Market
যোগাযোগ হোয়াটসঅ্যাপ:
wa.me/+8801722446038
wa.me/+8801712572359
যাতায়াত ব্যবস্থা:
✓ বাংলাদেশের যেকোনো জায়গা থেকে ঢাকা মুহাম্মদপুর, বসিলা ব্রিজ পার হয়ে আরশিনগর। আরশিনগর থেকে আমতলা, ভূঁইয়া মঞ্জিল।
✓ যাত্রাবাড়ি, মাওয়া রোড দিয়ে আসতে হলে: বাংলাদেশের যেকোনো জায়গা থেকে মাওয়া রোডে পুস্তগোলা ব্রিজ পার হয়ে আব্দুল্লাহপুর। আব্দুল্লাহপুর থেকে কোনাখোলা থেকে আটি বাজারের রোডে নয়া বাজার। ওখান থেকে ঝাউচর আমতলা। ৭ তলা ভূঁইয়া মঞ্জিল.
#মারকায পরিচিতি :
"মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া বাংলাদেশ, ঢাকা"
Markazus shareeya al-islamia bangladesh
বিজ্ঞ উলামায়ে কেরাম ও মাশায়েখগণের তত্ত্বাবধায়নে, একঝাক তরুণ উলামায়ে কেরাম এবং যুগসচেতন কিছু দীনদার মুসলিম ভাই-বোনদের দ্বারা পরিচালিত দেওবন্দী আদর্শের একটি দীনি শিক্ষা প্রতিষ্ঠান।
#মারকাযের লক্ষ্য ও উদ্দেশ্য:
১.একজন সন্তানকে পূর্ণ আমানতের সাথে যুগোপযোগী দীনী শিক্ষা দেওয়া এবং মুসলিম উম্মাহর যোগ্য রাহবার হিসেবে তৈরি করা।
এমন কিছু সৈনিক তৈরি করা, যারা পূর্ণ শরীয়তকে সহীহভাবে বুঝবে, এবং অন্তরে লালন করে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না। দুনিয়াতে আদালত প্রতিষ্ঠা করবে। দীনের জন্য দুনিয়াবী সকল আরাম আয়েশ, পদ-পদবী ত্যাগ করেতে প্রস্তুত থাকবে।
২. এমন একটি সমাজ তৈরি করা, যে সমাজের সকল মুসলিম নারী ও পুরুষ মুহাব্বতের সাথে পূর্ণ শরীয়ত মানবেন। সকলেই শরীয়তের জন্য জান-মাল বিলিয়ে দিতে সর্বদা প্রস্তুত থাকবে।
#মার্কাযের আদর্শ:
মার্কাযের সকল নিয়ম-কানুন শরীয়তের মেজায অনুযায়ী হবে। উস্তাদ, ছাত্র ও স্টাফদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা থাকবে। সাস্থ্যসম্মত ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ হবে। সর্বস্তরের মুসলিম পরিবারের ছেলে-মেয়েদের জন্য দীনী ইলম অর্জন করার সুন্দর ব্যবস্থাপনা থাকবে।
#রুপরখা:
#নতুন উস্তাদগণ ও স্টাফদের ভার্সিটির শিক্ষক ও কর্মীদের সমমানের বেতন ও সুযোগ-সুবিধা থাকবে । পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি পাবে। সকল স্ত্রীদের জন্য কোয়াটার দেওয়া হবে। পরিবারের সকল সদস্যের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা করা হবে। বাসায় মেহমান আসলে মার্কাযের পক্ষ থেকে কমপক্ষে ৩ দিনের মেহমানদারী করা হবে।
#ছাত্রদের জন্য ব্যবস্থাপনা: (প্রস্তাবিত)
* সাস্থ্যসম্মত ক্লাসরুম ও বাসস্থানের ব্যবস্থা থাকবে।
* ভর্তি ফি, পরীক্ষা ফি, আবাসিক বিল, খানা খরচ ও চিকিৎসাসহ সব ধরনের খরচ প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হবে। একজন তালিবুল ইলম ১৫ বছর দীনী ইলম শিখবে, কোনো খরচ নেয়া হবে না। টাকার অভাবে লেখা পড়া বন্ধ হবে না।
* ব্যক্তিগত খরচের জন্যে মাসিক ওযীফাতুত তা'লীম দেওয়া হবে।
* বিবাহিত ছাত্রদেরকে স্ত্রীদের ফরজী হকসমূহ আদায় করার জন্য "বিবাহভাতা" দেওয়া হবে।
* ইলমী গবেষণা করার জন্য দেশ-বিদেশে ভ্রমন করানো হবে।
* তাখাসসুসাতের ছাত্রদের জন্য বিশেষ ওযীফা থাকবে, যেন নিজ পরিবারের ফরজী হকগুলো আদায় করতে পারে।
* বছরে দুই সেট পোশাক দেওয়া হবে। শীতকালে কম্বলের ব্যবস্থা করা হবে।
* সিরিয়ালের ছাত্রদের জন্য মূল্যবান পুরস্কার থাকবে।
* সাস্থ্যকর খাবারের ব্যবস্থা থাকবে।
* গবেষণার জন্য উন্মুক্ত পাঠাগার থাকবে।
* শরীর চর্চা ও এ'দাদের জন্য খোলা মাঠ থাকবে। ইত্যাদি
#বর্তমান বিভাগসমূহ:
• হিফয বিভাগ।
• জামাত বিভাগ (উর্দু খানা থেকে মেশকাত পর্যন্ত)
• ইফতা বিভাগ (১ বছর মেয়াদি)
• বয়স্ক ফরজী ইলম কোর্স (১বছর মেয়াদী, ২ ঘন্টা)
#প্রস্তাবিত:
• তাখাসসূসাত
• কুল্লিয়াতু শরীয়াহ
• ইসলামী কিন্ডারগার্টেন
• সাহিত্য বিভাগ (আরবী, বাংলা, ইংরেজি) ১ বছর মেয়াদি
• শরয়ী মহিলা মাদরাসা (সব বয়সের নারীদের জন্য)
#মার্কাযের তত্ত্বাবধায়নে পরিচালিত প্রতিষ্ঠানসমূহ:
SBI- ASF - IMB & SHAREEYA ডট COM ইত্যাদি।
#ছাত্রদের মাসিক খরচ: (২০২৪-২৫)
মুহতারাম! যেহেতু মার্কাযের প্রাথমিক অবস্থা চলছে। আর্থিক সচ্ছলতা এখোনো তেমন হয়নি। তাই আপাতত নিম্নের খরচ নির্ধারণ করা হয়েছে। তবে আল্লাহ তায়ালা ব্যবস্থা করলে উপরোক্ত আদর্শে পরিচালিত হবে, ইনশাআল্লাহ।
• হিফয বিভাগ: ভর্তি ফি:৫০০০৳ মাসিক বেতন: ৫০০০৳
• জামাত বিভাগ ও ইফতা বিভাগ: ভর্তি ফি: ৩০০০৳ মাসিক বেতন: ৩৫০০৳
• বয়স্ক শাখা: মাসিক বেতন: ১০০০৳
#বি.দ্র.: আর্থিক অসচ্ছল মেধাবী ও মেহনতী ছাত্রের জন্য বিশেষ সুবিধা থাকবে, ইনশাআল্লাহ।
#আলহামদুলিল্লাহ, মারকাযের সকল কার্যক্রম হাটিহাটি পায়ে চলছে। প্লান বাস্তবায়নের জন্য প্রস্তুতি চলছে। পূর্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য বছরে প্রায় ১২ কোটি টাকা খরচ হবে। আল্লাহ তায়ালা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ।
কোনো মুসলিম ভাই-বোন এই মহতি কাজে নিজের হালাল টাকা ও সম্পদ দ্বারা এখলাসের সাথে শরীক হতে ইচ্ছুক হলে "মারকাযুশ শরীয়াহ আল ইসলামিয়া বাংলাদেশ" এর প্রতিষ্ঠাতা সদস্য বা আহবাব সদস্য হিসেবে লিস্টভুক্ত হতে পারেন।
প্রতিষ্ঠাতা সদস্যের সর্বনিম্ন মাসিক এআনা: ২০০০৳
আহবাব সদস্যের সর্বনিম্ন মাসিক এআনা: ১০০০৳
#যোগাযোগ:
মুফতি মামুনুর রশিদ কাসেমী
• মুদীর ও প্রধান মুফতী:
মারকাযুশ শরীয়াহ আলইসলামিয়া বাংলাদেশ।
• প্রতিষ্ঠাতা ও পরিচালক: IMB, ASF, SBI & SHAREEYA. COM
অফিসিয়াল হোয়াটসাপ:
wa.me/+8801722446038
wa.me/+8801712572359