MENU

Fun & Interesting

নতুন রূপে ও নতুন গাছের সন্ধানে শ্রী শ্রী জয় কালী নার্সারি পরিদর্শন/Nursery tour near Kolkata/

Green Friends 31,475 3 years ago
Video Not Working? Fix It Now

#nursery_visit_near_Kolkata নতুন রূপে নতুন গাছের সন্ধানে আমরা আজ চলে এসেছি জয় কালী নার্সারিতে এর আগে আমরা বহুবার জয় কালী নার্সারির ভিডিও ছেড়েছি। প্রত্যেকটা গাছের গ্রোথ অসম্ভব সুন্দর গাছগুলি আগে আমরা যখন দেখেছি আর এখন যে দেখছি দুটির মধ্যে অনেক তফাৎ এখানে বিভিন্ন ধরনের অর্কিড বিভিন্ন ধরনের শালুক বিভিন্ন ধরনের পাতাবাহার যেগুলি দেখলে আপনার মন ভালো হয়ে যাবে। নার্সারির যিনি কর্ণধার আছেন তার সঙ্গে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তাদের এই নার্সারি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পিছনে যে অক্লান্ত পরিশ্রম আছে প্রত্যেকটা কর্মচারীর ওপর তারা ছেড়ে দিয়েছেন। 9875652898/9836661423 এই দুটো নম্বরে আপনারা ফোন করতে পারেন আরো একটি নম্বর আমি দিচ্ছি সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনারা কথা বলতে পারবেন/9874239645. এছাড়া আপনারা গুগোল এ গিয়ে যদি শ্রী শ্রী জয় কালী নার্সারি বলে সার্চ করেন সম্পূর্ণ ডিটেইলস নার্সারি কোথায় কি কি গাছ পাওয়া যায় সবকিছু আপনারা জেনে নিতে পারবেন আর বহু ভিডিও আছে এই আপনাদের নিজের চ্যানেলে সুতরাং কোনরকম ভাবে আপনাদের অসুবিধা হবে না যেহেতু এটা নার্সারি ভিজিট তাই ভিডিওর মধ্যে ফোন নম্বর ও কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলি আপনার গাছ ভালো রাখার জন্য অনেকটাই কাজে লাগবে. নতুন বছরে নতুন ভিডিও দিয়ে শুরু করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেকটা মানুষ বা গাছ প্রেমী মানুষদের নতুন বছর ভালো কাটুক.।

Comment