রাতের অন্ধকারে প্রেত এর সঙ্গে নৌকায় চড়ে জলের উপর ভেসে থাকা। যেখানে সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে একটা মৃত্যু ভয়, অথচ মৃত্যুভয়ের পাশাপাশি মনের কোনে যেন মাঝে মাঝে জেগে উঠছে কিসের এক আবেগ ভরা অদ্ভুত অনুভূতি, অনুভূতির এই দোলা চালে আপনার আমার মতন একজন সাধারণ মানুষের অভিজ্ঞতা এই পরিস্থিতিতে ঠিক কি রকম হতে পারে, তা জানতে অবশ্যই আজকের সম্পূর্ণ গল্পটি না শুনে যাবেন না,
লেখিকা : সঞ্চারী ভট্টাচার্য
নারী চরিত্রে : বর্ণালী
গল্প পাঠ ও সকল পুরুষ চরিত্র : সুদর্শন