MENU

Fun & Interesting

১ম পারা ক্বারী আবু রায়হান রেডিও সুরে কোরআন তেলাওয়াত Para1 Qari Abu Rayhan

World Muslim Media 6,033,292 3 years ago
Video Not Working? Fix It Now

কুরআনের প্রথম সূরা, ''সূরা ফাতিহা’’ এর আয়াত সংখ্যা ৭ এবং রুকু সংখ্যা ১। ফাতিহা শব্দটি আরবি "ফাতহুন" শব্দজাত যার অর্থ "উন্মুক্তকরণ"। বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য রেখেই এর এই নামকরণ করা হয়েছে। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে 'ফাতিহা' বলা হয়। ’’আল ফাতিহ ‘’ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে বিধায় মক্কী সূরা হিসেবে শ্রেণীবদ্ধ। সূরা ফাতিহাকে ভেঙে ভেঙে পড়া যায় না বলে একে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। আসলে এ সূরাটি হচ্ছে একটি দোয়া। শুরুতে এর স্থান দেয়ার অর্থই হচ্ছে এই যে, যদি যথার্থই এ গ্রন্থ থেকে তুমি লাভবান হতে চাও, তাহলে নিখিল বিশ্ব-জাহানের মালিক আল্লাহর কাছে দোয়া এবং সাহায্য প্রার্থনা করো বাকারাহ মানে গাভী । এ সূরার এক জায়গায় গাভীর উল্লেখ থাকার কারণে এর এই নামকরণ করা হয়েছে । এ সূরার বেশীর ভাগ মদীনায় হিজরাতের পর মাদানী জীবনের একেবারে প্রথম যুগে নাযিল হয় । আর এর কম অংশ পরে নাযিল হয় । যে আয়াতগুলো দিয়ে সূরাটি শেষ করা হয়েছে সেগুলো হিজরাতের আগে মক্কায় নাযিল হয় । কিন্তু বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যের কারণে সেগুলোকেও এ সূরার সাথে সংযুক্ত করা হয়েছে । #ক্বারীআবুরায়হান #Para1 #QariAbuRayhan World Muslim Media একটি কুরআন তিলাওয়াত ও বাংলা ইসলামিক সংগীত কেন্দ্রিক চ্যানেল, World Muslim Media-এর সকল ভিডিও নিজস্ব ক্যমেরা দ্বারা ধারনকৃত। ইসলাম প্রচারের স্বার্থে আমাদের সকল ভিডিও শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকবেন। ডাউনলোড করে সোশ্যাল মিডিয়ায় আবার আপলোড করা সম্পূর্ণ নিষেধ। Downloading and re-uploading to social media is strictly prohibited.

Comment