ছয়শত বৎসর পুরাতন ঐতিহাসিক সলঙ্গা হাটের মাছ মাংস সবজী বাজার | Rural Village Market
সিরাজগঞ্জ জেলার অন্যতম প্রসিদ্ধ ও ঐতিহাসিক একটি গ্রামীন হাট সলঙ্গা হাট। জনশ্রুতি আছে হাটটি প্রায় ছয়শত বৎসর পুরাতন। প্রাচীনকালে সলঙ্গার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীরে বিভিন্ন পন্য সাজিয়ে হাট বসতো। প্রাচীন এই হাটটি এখনও বসে সপ্তাহের প্রতি সোমবার। কৃষকের গৃহে পালিত দেশী হাঁস মুরগী ও টাটকা শাক সবজী নিয়ে প্রতি সপ্তাহের দুই দিন হাট জমে হটে। হাট পরিক্রমায় আজ আমরা এসেছি বিখ্যাত সলঙ্গা হাটে।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler