MENU

Fun & Interesting

বিভিন্ন জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে যাবো ? | Jabian Bro

Jabian Bro 229 4 weeks ago
Video Not Working? Fix It Now

বিভিন্ন জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে যাবো ? | Jabian Bro ✅জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার ট্রান্সপোর্ট ও রুটওয়ে 🔴 ঢাকা সিটি থেকে জাবি কিভাবে আসবেন? - সদরঘাট থেকে ' সাভার পরিবহন বাস' জাবি গেইটে নামিয়ে দিবে। - নারায়ণগঞ্জ থেকে মৌমিতা বাস - যাত্রাবাড়ী থেকে ' ঠিকানা, মৌমিতা, নীলাচল, লাব্বাইক' বাস আছে যা জাবি পর্যন্ত যায় । - মুগদা, খিলগাঁও, মৌচাক থেকে " লাব্বাইক বাসে করে যেতে পারবেন । - ফার্মগেট থেকে ওয়েলকাম, লাব্বাইক, স্বজন বাসে যেতে পারবেন । - বাড্ডা, আগারগাঁও থেকে "রইচ,বৈশাখী" বাসে করে যাবেন । - মিরপুর ১-১০ থেকে ইতিহাস,রাজধানী বাসে করে যাবেন । -শাহবাগ থেকে সাভার পরিবহন বাসে করে যাবেন । -গুলিস্তান থেকে সাভার পরিবহন, মৌমিতা বাসে করে যাবেন । ** উক্ত সকল বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেইট হয়ে যাবে । 🔵ময়মনসিংহ, ভালুকা, মাওনা, রাজেন্দ্রপুর, সালনা, গাজীপুর থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসবেন। সেখান থেকে যেকোনো লোকাল বাসে করে চন্দ্রা আসতে পারবেন। চন্দ্রা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসার অনেক বাস পাবেন। 🟢 টঙ্গী, গাজীপুর বোর্ড বাজার থেকে কিভাবে যাবেন? - আপনারা ১মে আব্দুল্লাহপুর চলে আসবেন এইখান থেকে ' বিকাশ, আশুলিয়া বাসে করে নবীনগরে চলে যাবেন এবং নবীনগরে থেকে সাভারে যেকোনো বাসে উঠলেই হবে আপনাকে জাবি নামিয়ে দিবে । 🟢যারা চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী থেকে বাসে আসবেন - আপনারা " সাইনবোর্ড' নেমে যাবেন এইখান থেকে ' ঠিকানা, মৌমিতা, নীলাচল বাসে করে সরাসরি জাবি যেতে পারবেন । 🔴 ট্রেন করে যারা আসবেন আপনারা ' বিমানবন্দরে স্টেশন ধরতে পারেন বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর চলে আসবেন ।

Comment