পাইপ ফিটার ও ফেব্রিকেটারের ইনটারভিউ এর সকল প্রশ্ন ও উত্তর একটা ভিডিওতে দেওয়া হলো
পাইপ ফিটার ও ফেব্রিকেটারের ইনটারভিউ এর সকল প্রশ্ন ও উত্তর একটা ভিডিওতে দেওয়া হলো
পাইপ ফিটার ও ফেব্রিকেটার এর ইন্টারভিউ এর সকল প্রশ্ন ও উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। বাস্তবে পাই পেটের উপর ক্রিকেটারের ইন্টারভিউতে যেভাবে প্রশ্ন করা হয় ঠিক সেই একইভাবে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। প্রথমে পাইফেটারের জন্য সহজ ইন্টারভিউ এর প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং পরবর্তীতে ফেব্রিকেন্ট এর জন্য কঠিনভাবে প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। সকল প্রশ্ন তার এক ভিডিওতে করা সম্ভব না তাই আমি যতদূর সম্ভব এই ভিডিওতে দিয়েছি পরবর্তীতে আবার সুন্দর করে ভিডিও আপলোড করব। এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে তো আসলে প্রত্যেকটা ইন্টারভিউ এরা এরকম সেম ধরনের প্রশ্ন করে থাকে। এব্রিকেটার এর জন্য এছাড়াও আরো অনেক প্রশ্ন থাকে যেগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব না ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে পরবর্তীতে আবার ভিডিও বানিয়ে দিব। আশা করি আপনারা যদি এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তো আপনাদের ইন্টারভিউয়ের জন্য অনেক সহজ হয়ে যাবে। এখানে আমি নিজেই নিজেকে প্রশ্ন করেছি আবার নিজেই নিজে উত্তর দিয়েছি এখানে একটি চরিত্র দুইবার ব্যবহার করা হয়েছে তার জন্য ভিডিওটা কেউ খারাপ ভাবে নেবেন না। তো আসলে এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন। আপনাদেরকে কিছু শেখানোই আমার হচ্ছে মূল লক্ষ্য আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন তাহলেই আমি আমার সফলতা অর্জন করতে পারব।
#পাইপ ফিটারের ইন্টারভিউ
#ফেব্রিকেটারের ইনটারভিউ
#প্রশ্ন ও উত্তর
#meterials #isometricdrawing #flange #pipesize #valve #linenumber #interview #pipefitter