MENU

Fun & Interesting

কেমন আছেন সেই আলোচিত সফল নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন ! গরুর খামার,ছাগলের খামার ও দেশী মুরগী পালন

Video Not Working? Fix It Now

আমার পরিশ্রম তখনি স্বার্থক হয় যখন কোন খামারির মুখে হাসি দেখতে পাই । প্রায় দুই বছর আগে আমি্ই‌ প্রথম ফরিদপুর মধুখালিতে সাবিনা ইয়াসমিনের খামারে প্রতিবেদন করি । এরপর একের পর এক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয় এই সাবিনা ইয়াসমিনের সফলতার চিত্র । উৎসাহিত সাবিনা আরো উৎসাহিত হয়ে এগুতে থাকে সামনের দিকে।সরকারি এবং বেসরকারি অনেক সংস্থা থেকে তাকে সন্মাননা দেয়া হয়। বিভিন্ন টিভি চ্যানেলে টকশোর মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরীতে উৎসাহিত করা হয় । এটা দেখে আমিও আনন্দিত, আমার পরিশ্রমের স্বার্থকতা এখানেই । প্রয়োজনে - সাবিনা ইয়াসমিন -01940 66 16 94 ( অপ্রয়োজনে ফোন দিয়ে বিরক্ত না করার অনুরোধ রইল ) ধন্যবাদ । সাবিনা ইয়াসমিনের আগের ভিডিও- ১/ https://www.youtube.com/watch?v=SsoGeOu0BzU ২/ https://www.youtube.com/watch?v=w1kNHEJDqoY

Comment