এই মন্দিরের মূল হচ্ছেন বিশাল গাছ। গাছ টি এখুনো জীবিত আছেন সেই 550 এর সময় ধরে। অনেক পরে শিব লিঙ্গ স্থাপন হয়েছে মন্দিরে।
এই পঞ্চানন তলা মন্দির অনেক প্রাচীন,বলা যায় শ্রীমন মহাপ্রভুর অনেক আগে থেকে এই মন্দির স্থাপিত। আমরা গুরুজন দের কাছে শুনেছি যে বাবা পঞ্চানন ব্রহ্ম মুহূর্তে বেলঘরিয়া থেকে ঘোড়া করে আড়িয়াদহ গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন। কখনো পায়ে হেঁটে আসতেন।
এই মন্দিরের মাহাত্ম হলো সন্তান প্রাপ্তি। এই মন্দিরে মাথা ঠেকালে সন্তান লাভ হয়ে।
ভক্তরা আসুন এবং পঞ্চানন মন্দির দর্শন করুন এবং মহাদেব এর কৃপা লাভ করুন।
পথ নির্দেশ: শিয়ালদহ স্টেশন থেকে মাইন লাইন এর ট্রেন ধরে বেলঘড়িয়া তে নামতে হবে। 1 নম্বর টিকিট কাউন্টার এর সামনে থেকে টোটো ধরে সোজা পঞ্চানন তলা মন্দিরে চলে আসতে পারেন,সময় লাগবে মাত্র 10 মিনিট।
Album: Shiv
Song:Shiv Kailasho ke vasi
Singer: Hansraj Raghuwanshi
Link:https://youtu.be/PlIoHp6v3LI
Album:Ekar Birajo Go Maa
Song:Ekbar birajo go maa
Singer:Swami Kripakarananda
Link: https://youtu.be/88EOtsCYV-Y
Thanks to Avirup Chowdhury,Gouri Banik,Mani and Others..
#belgharia #bengali #bengalies #kolkata #westbengal #shiva #shivling #panchanantala #sharanagoti#ariadaha