MENU

Fun & Interesting

সমস্ত নার্সারির থেকে আলাদা কেনো এই নার্সারি, তিন বছর ধরে আসছি আমি, সব চারা গাছ নিজে হাতে তৈরি করেন

Green Friends 255,308 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

#nursery_visit #mango_plant_nursery

বিদেশি ফল গাছের সেরা একটি নার্সারি আজ আমরা দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা গাছ যেন চকচক ঝকঝক করছে গাছের চারা দেখে অবশ্যই লোভ লাগবে। এত সুন্দর নিজে হাতে তৈরি করেছেন এই নার্সারি সাগর নার্সারি আমাদের কাছে পুরাতন । তবে নতুন কিছু তৈরি সব সময়ের জন্য হয় ভীষণভাবে ভালো লাগে এই নার্সারিতে আসলে সব ধরনের ফল গাছ পাওয়া গেলেও আম নিয়ে একটা আলাদা কথাবার্তা চলেই থাকে সবসময়। আমি ছাড়া অন্য কিছু আমরা সেই ভাবে দেখায় না।

প্রত্যেকটা গাছ যেমন নিজে হাতে তৈরি করেন তাই প্রত্যেকটা গাছের চেহারা অন্যরকম যদি আপনারা ভালো ছাড়া কাজ তৈরি করতে চান আপনার ছাদ বাগানে তাহলে অরিজিনাল ভ্যারাইটি এখান থেকে অবশ্যই পাবেন কেন অন্য পাঁচটি নার্সারি থেকে আলাদা সেটা কিন্তু আজ আমরা জেনে গেলাম তার কারণ এখানে বাইরে থেকে চারা গাছ নিয়ে এসে বিক্রি করা হয় না নিজের তৈরি চারা গাছ বিক্রি করা হয়।

আপনারা অবশ্যই এই নার্সারিতে এসে গাছ কিনবেন হ্যাঁ বাড়িতে বসে পাওয়া যায় তবে এখানে এসে আপনারা চারা গাছ কিনলে দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন।
এ বছর এখানে বিদেশি চারা গাছ এত ফলন হয়েছে যা দেখে ভীষণভাবে ভালো লাগবে।

Comment