রসুন গাছের আগা মরে যায় এবং ছত্রাক জনিত যে সকল কারণে রসুনের গাছ হলুদ হয়ে যায় । সেই সকল সমস্যার সমাধানের জন্য আমাদের কে যে পরামর্শ দিয়েছিলেন কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার এসে, আমাদের সমাধানের জন্য যে সাজেশন দিয়েছিলেন সেই মোতাবেক স্প্রে করে আমাদের রসুন অনেকটা ভালো হয়ে গেছে ।তাই এই ভিডিওর মাধ্যমে আমরা কি ধরনের স্প্রে দিয়েছি এবং সেই ব্যাপার এই ভিডিওর মাধ্যমে জানানো চেষ্টা করলাম।
#roshan #farming #agriculture #রসুন #উচ্চমূল্যের