ব্যাপক ফলন,পাতা কোকড়ানোর সমস্যা নেই,সারাবছর চাষযোগ্য মিডিয়াম সাইজের করলার সেরা ভ্যারাইটি।
যারা বাণিজ্যিকভাবে সারা বছর করলা চাষ করেন তারা সব সময় ভালো ভ্যারাইটির খোঁজ করেন যে ভ্যারাইটি গুলো চাষ করলে ভালো ফলন পাওয়া যায়,রোগ বালাইয়ের পরিমাণ কম পাতা কোকড়ায় না প্রভৃতি। আজকের ভিডিওতে মিডিয়াম সাইজের করলার এমন একটা ভ্যারাইটি নিয়ে আলোচনা করেছি, যেটা চাষ করলে ব্যাপক ফলন পাওয়া যাবে পাতা কোঁকড়াবে না গাছ দীর্ঘদিন সুস্থ সবল থাকবে এবং দীর্ঘমেয়াদি ফলন দিবে। এই করলাটা আমি নিজে চাষ করেছি, আপনারা ভিডিওতে ফলন দেখুন যদি ভালো মনে হয় তাহলে আপনারা চাষ করে দেখতে পারেন ধন্যবাদ।।