MENU

Fun & Interesting

বাংলাদেশ ইন্ডিয়া যৌথ বর্ডার হাট বাজার লাউড়ের গড় তাহিরপুর , সুনামগঞ্জ।

Video Not Working? Fix It Now

বাংলাদেশ ইন্ডিয়া যৌথ বর্ডার হাট বাজার লাউড়ের গড় তাহিরপুর ভারত বাংলাদেশ যৌথ বর্ডার হাট বাজার সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার লাউড়ের গড়ে শাহ আরেফিন আস্তার পার্শে নালি কাটা স্হানে ২০২৩ সালে চালু হয় এই বাজার টি। নির্দেশবলীঃ এই বাজারে সস্তায় ভারতীয় বিভিন্ন পন্য পাওয়া যায়। এই বাজারটি সপ্তাহে এক দিন বুধবারে বসে। সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা থাকে। পাইকারি ভাবে বেশি পন্য ক্রয় করতে হলে স্হানীয় উপজেলা কর্তৃক প্রবেশ কার্ড প্রদান করা হয়। এবং এলাকাবাসীর জন্য প্রবেশ কার্ড প্রদান করা হয়। আর দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের জন্য প্রতি বুধবার প্রবেশের পূর্বে টকেট প্রদান করা হয়। # India-Bangladesh border haats #সীমান্ত হাট #তাহিরপুর সুনামগঞ্জ #সুনামগন্জ #বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার বাজার

Comment