#আপনাতেই আমি।
#গল্পের ১ম অংশ।
#লেখিকা ইশিকা ইসলাম ইশা।
ঠাস ঠাস ঠাস।পরপর তিনটা থাপ্পর দিয়ে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে আমেনা বেগম।এই মা*বাচ্চা তোর সাহস কিভাবে হয় আমার রুপালিকে ফেলে দিস। ফুলের মতো মাইডা আমার।সহ্য হয় না !সহ্য হয় না ওর রুপ, গুন দেখে হিংসায় জ্বলে।ব্যাথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে রিদিতা। রুপালি ছুটে এসে ছাড়িয়ে নেয় রিদিতাকে।আম্মু এসব কি করছো তুমি? মারছ কোন ওকে।আমেনা বেগম তেড়ে আসতে চাইলে পারেন না রুপা আগলে নেয় বোন কে।বোন বোন করে মুখে ফ্যানা তুলিস।এই বোনের জন্যই তো আজ পড়ে হাত কাইটা আয়ছস!!!অলক্ষী,আপয়া একটা।এই কালোকুটি মুখটা দেখলেই আমার দিন খারাপ যায়।
কি বলছ আম্মা!!রিদি তো তোমার গর্ভের সন্তান। তাছাড়া আমি ওর জন্য পড়ে যাই নি।গাউন টা ভারি ছিল তাই পড়ে গেছি আর রিদিতা না থাকলে তো......