মা আয়েশার বিরত্ব | আম্মাজান আয়েশার সাহসিকতা এবং বিরত্বের ঘটনা
আম্মাজান আয়েশা রা. নিজেই যুদ্ধ করেছিলেন ইসলাম রক্ষার জন্য। এই যুদ্ধের নাম উটের যুদ্ধ। মা আয়েশা উটের পিঠে আরহন করে যুদ্ধ করেছিলেন সেই জন্য এই যুদ্ধের নাম করন করা হয়েছে উটের যুদ্ধ নামে। এক দিকে হযরত আলি রা. অন্য দিকে মা আয়েশা রা.বসরার একটি মরুভুমিতে এই যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে দশ হাজার মুসলমান শাহাদাৎ বরন করেন।।