MENU

Fun & Interesting

সরাসরি কারখানা থেকে ব্লক,বাটিক ও স্ক্রিনপ্রিন্ট কাজ শিখে কারখানা ব্যবসা করুন।

Green SB TV 80,990 3 years ago
Video Not Working? Fix It Now

সরাসরি কারখানা থেকে ব্লক,বাটিক ও স্ক্রিনপ্রিন্ট কাজ শিখে কারখানা ব্যবসা করুন। ট্রেনিং সেন্টার প্রো: মোঃ রেজাউল রহমান Call/Imo:01919199079 / 01685249798 ঠিকানা: বান্টি আদর্শ বাজার, বান্টি বাজার সাথে ট্রেনিং সেন্টার, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। সরাসরি কারখানা থেকে পরিচালিত। ব্লক,বাটিক,স্ক্রিনপ্রিন্ট 🇧🇩🇧🇩ট্রেনিং সেন্টার। 🇧🇩আমাদের বৈশিষ্ট্য🇧🇩💐💐💐 ✅করখানায় কাজ শেখানো হয়। ✅প্রতিটি কোর্স ৫ দিনের। ✅শেখানোয় কোন গোপনীয়তা করা হয় না। ✅পন্যের খরচ বের করা শেখানো হবে। ✅বাজারজাত করন সম্পর্কে আলোচনা হবে। ✅কাপড় রং সম্পর্কে জানানো হবে। ✅নতুন কারখানা স্থাপন প্রক্রিয়া শেখানো হবে। ✅কেউ চাইলে ইন্টার্নি করতে পারবে। ✅থেকে কাজ শেখার সুযোগ আছে। ✅থাকার জন্য কোন টাকা নেওয়া হয় না। ✅ছেলে মেয়ে উভয়ই থেকে কাজ শিখতে পারবে। ✅মেয়েরা একজন অভিভাবক সাথে আনতে পারবে। ✅প্রতিটি কোর্সে সদস্য সংখ্যা ১০ জন। ✅কোর্স পরবর্তী সময়ে ও পরামর্শ দেওয়া হবে। ✅কোন হিডেন চার্জ নাই। ✅আমাদের উদ্দেশ্য কাজ শেখানো। ✅আলোচনা সাপেক্ষে নিজ নিজ এলাকাতে শিখতে পারবে। ✅প্রতিটি কোর্স ফি ৫০০০ টাকা। ✅✅✅বি:দ্র:একটি কারখানা থেকে কাজ শেখা আর একটি ঘরের মধ্যে কাজ শেখা এক না।এখানে যারা কাজ শেখাবে তারা ১০/১৫ বছর ধরে প্রাকটিকালি কাজ করে আসতেছে। কারখানার মত করে কাজ শিখলেই কেবল কম খরচে পন্য তৈরি করা যয়।আমরা অনেকেই ভালো কাজ জানি তবে আমাদের পন্য কেউ নিতে চায় না,কারন আমাদের খরচ বেশি পরে। কথা দিচ্ছি,আামাদের থেকে কোর্স করলে তৈরি থেকে বিক্রি পর্যন্ত মেনেজমেন্ট শিখতে পারবেন। কিছু জানার থাকলে ফোন করতে পারেন। ✳️✳️আর একটি কথা মায়ের গল্প যেমন নানুর কাছ থেকে শুনতে হয় তেমনি যে কাজের জন্ম বা উৎপাদন যেখানে, সেখান থেকেই কাজ শিখতে হয়। সবাইকে ধন্যবাদ। ❤️❤️❤️ আপনার পণ্য বা প্রতিষ্ঠান এর বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন👉01874373499 Email: [email protected] 👉বিভিন্ন প্রোডাক্টের ও ব্যবসায়ীক ভিত্তিক তথ্য সম্পর্কে জানতে ফেসবুক পেজে👉 Like দিয়ে পাশে থাকুন।👇 Facebook page: https://www.facebook.com/greensbtv/ Instagram : https://instagram.com/sabuj489 "চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন" #ব্লকপ্রিন্ট #বাটিকথ্রিপিসতৈরিকরুন #কারখানা ব্যবসাকরুন #বাটিকপ্রিন্টেরপ্রশিক্ষণ #greensbtv

Comment