MENU

Fun & Interesting

মাছের খাদ্য তৈরিতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ উপাদান এবং তার গুরুত্ব ( High Protein Source for Fish Feed )

AM AQUA 52,823 4 years ago
Video Not Working? Fix It Now

মাছের খাদ্য তৈরিতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ উপাদান এবং তার গুরুত্ব ( Animal and Plant Protein in Fish Feed ) : Foods that are high in protein are called protein foods. Foods that are high in carbohydrates are called carbohydrate foods. When making fish food, we have to make a balanced diet of fish by combining protein foods and carbohydrates. Which foods are called protein foods and which foods are called carbohydrate foods ...? If we only knew how much protein and carbohydrates a food has ...? If we know this then we can easily make fish meal in our own farm according to the demand of fish. In today's video we will learn which foods we can use as protein foods to make fish food and how much protein and carbohydrates are in those foods. The protein present in the food helps the fish to grow and build body and with it builds immunity in the body of the fish. Soybean meal contains 44% protein and 28% carbohydrates. Mustard husk contains 33% protein and 26% carbohydrates. Peas or anchor pulses contain 36 percent protein and 28 percent carbohydrates. Almond shells contain 32 percent protein and 28 percent carbohydrates. Sesame seeds contain 32% protein and 28% carbohydrates. Khesari pulses contain 29% protein and 28% carbohydrates. Lentils and lentils contain 25 percent protein and 28 percent carbohydrates. Boot pulses contain 19 percent protein and 28 percent carbohydrates. Fishmill analogs contain 68 percent protein. Fish meal contains 58 percent protein. Dry powder contains 52 percent protein. Rapeseed oil cakes contain 36 percent protein and 28% carbohydrates. Shrimp contains 52 percent protein. Meat bone meal contains 70% protein. When making food, we need to prepare a combination of protein food and carbohydrate food. Then the food that will be made will be a balanced food. Which will help the fish to grow and develop immunity to the fish. যে সমস্ত খাদ্যের মধ্যে প্রোটিন এর মান বেশি থাকে তাদের প্রোটিন জাতীয় খাদ্য বলা হয় । আর যে সমস্ত খাদ্যের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে তাকে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলা হয়ে থাকে ।মাছের খাদ্য তৈরি করবার সময় আমাদের প্রোটিন জাতীয় খাদ্য এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য মিলিয়ে মাছের সুষম খাবার তৈরি করতে হয় । কোন খাবারগুলিকে প্রোটিন জাতীয় খাদ্য বলা হয়ে থাকে এবং কোন খাবার গুলিকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বলা হয়ে থাকে ... ?এটা যদি আমাদের জানা থাকে , সাথে কোন খাবারে কত পরিমান প্রোটিন এবং কার্বোহাইড্রেট আছে ...? এটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু খুব সহজেই মাছের চাহিদা অনুযায়ী আমরা আমাদের নিজেদের ফার্মে মাছের খাবার তৈরি করতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা শিখব মাছের খাদ্য তৈরি করবার জন্য কোন কোন খাদ্যকে আমরা প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি এবং সেই সমস্ত খাদ্যে কী পরিমান প্রোটিন এবং কার্বোহাইড্রেট রয়েছে । খাদ্যে উপস্থিত প্রোটিন মাছের বৃদ্ধি এবং দেহ গঠনে সহায়তা করে এবং এর সাথে মাছের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে । সোয়াবিন মিলের মধ্যে 44 শতাংশ প্রোটিন থাকে এবং 28 শতাংশ কার্বোহাইড্রেট থাকে ।সরিষার খোল এর মধ্যে 33 শতাংশ প্রোটিন থাকে 26% কার্বোহাইড্রেট থাকে । মটরশুঁটি বা এংকর ডালের মধ্যে 36 শতাংশ প্রোটিন থাকে এবং 28 শতাংশ কার্বোহাইড্রেট থাকে । বাদাম খোল এর মধ্যে 32 শতাংশ প্রোটিন থাকে এবং 28 শতাংশ কার্বোহাইড্রেট থাকে । তিল বা চিত্র এর মধ্যে 32 শতাংশ প্রোটিন থাকে এবং 28 শতাংশ কার্বোহাইড্রেট থাকে ।খেসারি ডালের মধ্যে 29 শতাংশ প্রোটিন থাকে এবং 28 শতাংশ কার্বোহাইড্রেট থাকে । মুসুর এবং মুগের ডালের মধ্যে 25 শতাংশ প্রোটিন থাকে এবং 28 শতাংশ কার্বোহাইড্রেট থাকে । বুটের ডালের মধ্যে 19 শতাংশ প্রোটিন থাকে এবং 28 শতাংশ কার্বোহাইড্রেট থাকে । ফিসমিল এনালগের মধ্যে 68 শতাংশ প্রোটিন থাকে । ফিস মিলের মধ্যে 58 শতাংশ প্রোটিন থাকে । শুটকির গুড়ার মধ্যে 52 শতাংশ প্রোটিন থাকে । রেপসিড অয়েল কেকের মধ্যে 36 শতাংশ প্রোটিন থাকে এবং 28% কার্বোহাইড্রেট থাকে । চিংড়ি মাছের মধ্যে 52 শতাংশ প্রোটিন থাকে । মিট বোন মিলের মধ্যে 70 পার্সেন্ট প্রোটিন থাকে । খাদ্য তৈরি করবার সময় আমাদেরকে প্রোটিন জাতীয় খাদ্য এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য এই দুটো মিলিয়ে খাদ্য প্রস্তুত করতে হবে । তাহলে যে খাবার তৈরি হবে সেটা একটা সুষম খাবার তৈরি হবে । যা মাছের বৃদ্ধি এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে । @AMAQUA #Proteins_in_fish_feed –––––––––––––––––––––––––––––– Jul by Scott Buckley https://soundcloud.com/scottbuckley Creative Commons — Attribution 3.0 Unported — CC BY 3.0 Free Download / Stream: http://bit.ly/_-jul Music promoted by Audio Library https://youtu.be/avqWxayUPP8 ––––––––––––––––––––––––––––––

Comment