মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের সামনে প্রতিবন্ধী সেজে ভিক্ষা করছে এই যুবক।
#এদের জন্য আজ অসহায় মানুষরা সাইয্য পাচ্ছে না।
আজ মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজের সামনে ভিক্ষা করছে এক যুবক। সে যুবক কে দেখে আমার সন্দেহ হয়। তারপর আমি একটি মিশুকে উঠিয়ে দেয় তাকে।তখন আমার আরো বেশি সন্দেহ হয়। সেই জন্য মিশুক কে ফলো করি। তার পর দেখি সে আমার দিকে বারবার তাকায়। তারপর আমি বুঝতে পারি সে মানুষের সাথে প্রতারণা করছে সেজন্য তাকে আমি জিজ্ঞাসাবাদ করি।
এদের মত অমানুষের কারণে
যারা অরজিনাল পাইপ পো তারা বঞ্চিত হয়ে যায়
অনেকে বাসা থেকে বের হয় হয়তো আজকে যদি কেউ অসহায় মানুষ ধারে পড়ে তাকে ২০ টাকা বা ৫০ টাকা দিবে।। কিন্তু এদের মত মানুষ যখন ধারে পড়ে তখন এদের কি দিয়ে দেয় কিন্তু যারা অরিজিনাল পাইবো তারা বঞ্চিত হয়ে যায় এদের কারণে। আমরা সবাই দেখে শুনে দান করব। আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউই কমেন্ট করবেন না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যেন এই প্রতারক কোন জায়গায় প্রতারণা না করতে পারে।