তিস্তার পানিবন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন। এই কর্মসূচি পালনের ঠিক দুই দিন আগে হঠাৎ তিস্তার ধু ধু বালুচরে দেখা গেল উজানের ঢল। স্থানীয়রা জানিয়েছেন, পানিশূন্য তিস্তা নদীর বুকে দাড়িয়ে উত্তরের পাঁচ জেলার লাখো মানুষ লাগাতার ওই কর্মসূচিতে বাঁধ দিতেই গতকাল রাতের আধারে গজলডোবা ব্যারাজ খুলে দিয়েছে ভারত। তাতে হু হু করে পানি বাড়ছে তিস্তায়। আর চিন্তা বাড়ছে কৃষকের! কারণ তিস্তার চরে এবার ব্যপক পরিমানে পেঁয়াজ চাষ হয়েছে? তবে কি বাংলাদেশের ফসল নস্ট করার কারণেই বাঁধ খুলে দিয়েছে ভারত? নাকি নাকি ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন ঠেকাতে? তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক।