আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের যাত্রাপালা ও বিভিন্ন লেখকের লেখা বই ভিডিওর মাধ্যমে ডাউনলোড করে যাত্রা জগৎ কে বাঁচিয়ে রাখার চেষ্টায় আছি।
তাইতো আমার চ্যানেলের নাম * JATRA JAGAT * ।
সুধী,
যাত্রা মোদী বন্ধুগন,
নাটক জীবনের কথায় বলে জীবনের সঙ্গে জীবন যোগ করে যে নাট্য মশলা সাজানো হয় সে যেমন ব্যার্থ হয় নি ঠিক তেমনি ভাবে ব্যার্থ হবে না আমার এই সংকল্প।
চ্যানেল টি Subscribe করে অবশ্যই পাশে থাকবেন।
আমার চ্যানেলের নাম *JATRA JAGAT RAIPUR BANKURA * ।
সবাই ভালো থাকবেন। যাত্রাকে বেশি করে ভালোবাসবেন। যাত্রা একটা প্রাচীন লোকশিল্প। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার আপনার সবার।
[বি:দ্র:- বিভিন্ন ধরনের কীর্তন,পালা কীর্তন ও হরিনাম সংকীর্তন দেওয়ার চেষ্টায় আছি।]
ধন্যবাদান্তে
Tapas Mandal, Raipur, Bankura, West Bengal
E-mail:tapasmandal7584@gmail.com